মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

রাজনীতিকদের এখন আয়নায় নিজেদের মুখ দেখার সময়


রাজনীতিকদের এখন আয়নায় নিজেদের মুখ দেখার সময়

 

শেখ উল্লাস ॥ যারা এদেশে গণমানুষের রাজনীতি করার সুযোগ-শিক্ষা ও চর্চার পথ তৈরি করে দিতে এক সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাঁদের বর্তমান প্রজন্ম এখন রাজনীতি ও রাজনীতিজীবীদের বিরুদ্ধে সোচ্চার দেখা যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে জনমনে দেশের বিরাজমান রাজনীতি ও রাজনীতিজীবিদের সম্পর্কে যেসব কথা ও প্রশ্ন  উঠেছে তাতে রাজনীতিজীবীদের আয়নায় নিজেদের মুখটি ভালো করে দেখার প্রয়োজন বোধ করছে জাতি। রাজনীতিজীবী ও রাজনীতিকদের সম্পর্কে কোন রাজনৈতিক সভার দর্শক-শ্রোতা যে মন্তব্য ও কথাগুলো বলেন তা মূলত এদেশের সচেতন ও বিবেকবান মানুষদেরই কথা। যদিও তা দুঃখজনক ও দুভার্গ্যজনকভাবে গণমাধ্যমে আসে না।এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশটাই মূলত অনেক নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা ও কর্মীদেরই সৃষ্টি। ঔপনিবেশিক যুগের অন্যায়-অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যারা এ অঞ্চলের মানুষকে মুক্তির গান শুনিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। ১৯৭১-এ যারা এদেশটাকে ভালোবেসে এদেশের স্বাধীনতার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করেছিলেন তাঁরাও নিশ্চয়ই রাজনৈতিক কর্মী ছিলেন। তাঁদের কাছে রাজনীতির অর্থ ছিল দেশকে ভালোবাসা। আর স্বাধীনতার ৪২ বছর পর আজও যারা দেশটাকে ভালোবাসে এবং দুর্নীতি, লুটপাট করে রাতারাতি রাজনীতিবিদ, ব্যবসায়ী বা ‘বড়লোক' হয়ে উঠেনি, উঠতে চায়ও না, যারা নৈতিকতা ও মূল্যবোধ ধারণ ও লালন করতে গিয়ে রীতিমতো ভুক্তভোগী তাদেরই মনের কথাটি বলেন সাধারণ মানুষ যখন নির্বাচন আসে। বর্তমান রাজনীতিকদের কঠোর সমালোচনা করে তাদের উদ্দেশ্যে নতুন প্রজন্ম যা বলছেন তা হলো, ‘আপনারা বলেন যে, মানুষের জন্য রাজনীতি করেন। এমন মিথ্যা কথা আর বলবেন না। রাজনীতি আপনাদের ব্যবসা। নিজেদের স্বার্থেই আপনারা রাজনীতি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি প্রশ্ন, এই যে এত দিন ধরে দেশে রাজনীতিকরা মিথ্যাচার করে টাকা লুটছেন তার জন্য কী করেছেন আপনারা? দেশবাসী ভীষণভাবে ক্ষুব্ধ। বাড়ি রক্ষার জন্য দেশে হরতাল হয়, রাজনীতিকরা তাদের স্বার্থের জন্য হরতাল করেন, কিন্তু দূর্নীতি, টাকা বিদেশে পাচার, বিদ্যুৎ এর জন্য কোনও কথা বলেন না। বর্তমানে রাজনীতিকরা মানুষ কেনা বেচার জন্য রাজনীতি করছেন।' ব্যানারে অনেক বাহারি লেখা আসছে। এদেশের রাজনৈতিক অঙ্গনে আজ যারা মিথ্যা দাপটের সাথে বিচরণ করছেন, রাজনীতিকে পুঁজি করে যারা দেশ ও জনগণের ভাগ্য-বিধাতা সেজে বসে থাকার প্রচেষ্টায় রত আছেন, যাদের কথা, যাদের মুখ প্রতিদিন শুনতে হয়, দেখতে হয় বিভিন্ন গণমাধ্যমে, তারা তাদের নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তা করবেন এবং সে অনুযায়ী সত্যের পথ ধরে দেশ ও জনগণের জন্য নতুন নতুন কর্মপন্থা গ্রহণ করবেন- এটাই এখন দেখতে চায় এদেশের বিকেবান মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন