মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

নিরাপত্তাহীনতা!

নিরাপত্তাহীনতা!

সাদী ॥ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গুম, খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধই দ্রুত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে রাজনৈতিক কারণে অপরাধের ঘটনা। অন্যদিকে বদলে যাচ্ছে অপরাধের ধরণ। ব্যক্তিগত অপরাধের তুলনায় সংঘবদ্ধ অপরাধ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অপরাধে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার। অপরাধ প্রবণতায় নিষ্ঠুরতার মাত্রা বৃদ্ধি মানুষকে ক্রমেই আতঙ্কগ্রস্ত করে তুলছে, বাড়ছে পুলিশ ও প্রশাসনের প্রতি মানুষের ক্ষোভ। অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। সম্প্রতি রাজধানীর পূর্ব রাজাবাজারে টেলিভিশনের জনপ্রিয় ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়াও রাজধানীর মগবাজারে বাসায় ঢুকে সন্ত্রাসীরা এক স্কুল শিক্ষিকাসহ তিনজনকে হত্যা করেছে। এর আগে নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনা সারা দেশের মানুষকে স্তম্ভিত করেছে। ইতোমধ্যে ঢাকায় গুলি করে ও বোমা ফাটিয়ে এমন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেগুলো মানুষের নিরাপত্তা-হীনতায় ডুবিয়ে শঙ্কিত করেছে। ঢাকার বাইরেও প্রতিদিনই ঘটছে অসংখ্য খুন-ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। জেলেরা সাগরে যেতে ভয় পায়, গেলেই জলদস্যুদের হামলার শিকার হয়, অপহরণের পর মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ না দিতে পারলে মেরে সাগরে ফেলে দেয়। অবৈধ অস্ত্রের ছড়াছড়ি এখন প্রত্যন্ত গ্রামেও। কথায় কথায় চলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কালোবাজারীতে সহজলভ্য হওয়ার কারণেই দেশে গুম-খুন-ডাকাতি-রাহাজানি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কেবল হত্যাকা-ই ঘটেছে দু'হাজার দু'শ তেষট্টিটি। অবিলম্বে এর লাগাম টানা প্রয়োজন। তা না হলে দেশ অতি দ্রুত এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পতিত হবে।
সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্তা ব্যক্তিরা 'পরিস্থিতি স্বাভাবিক' বলে জাহির করছেন। বর্তমান পরিস্থিতি বলছে, সত্যকে অস্বীকার করে পার পাওয়া যায় না। সরকার, সত্যকে স্বীকার করে মানুষের নিরাপত্তা বিধানে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন এমনটাই দাবি সাধারণ মানুষের। সেইসাথে জনগণের নিরাপত্তা পাওয়ার যে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার রয়েছে, তা নিশ্চিত করতে আন্তরিক হবেন এটাই দেশবাসীর প্রত্যাশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন