মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

কঠোরহস্তে সহিংসতা দমনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী



কঠোরহস্তে সহিংসতা দমনের
ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সংলাপ ॥ কঠোরহস্তে সহিংসতা দমনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, যে-কোনও মূল্যে দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করাই হবে আমার নির্বাচিত সরকারের প্রথম কাজ। নির্বাচনোত্তর যে-কোনও সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে কাজ করার নির্দেশ  দেন তিনি। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।
গত সোমবার গণভবনের পশ্চিম মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'জামাতকে ছেড়ে সমঝোতায় আসুন।' তিনি বলেন, 'নির্বাচনকে ঘিরে বিরোধী দলের আন্দোলনে সারা দেশে নাশকতা হচ্ছে। যেকোনো মূল্যে জনগণের জানমাল নিশ্চিত করতে সরকার কঠোর হবে।'
শেখ হাসিনা বলেন, 'কিছু ভোট কেন্দ্রে জামাত-বিএনপি হামলা করেছে। এছাড়া নির্বাচন ভালোই হয়েছে। যেভাবে লাদেন স্টাইলে ভোট না দেয়ার জন্য নিষেধ করা হয়েছিল, তা সফল হয়নি।' নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি নেত্রী খালেদা জিয়া একুল-ওকুল দুকুলই হারিয়েছেন' মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা কাজ করে যাব। উজানে নাও ঠেলে যাওয়াই তো আমাদের কাজ। আমরা এগিয়ে যাচ্ছি।'
প্রধানমন্ত্রী বলেন, 'আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই সমাধান করা হবে। সেজন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে।' বিরোধী দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এবং সন্ত্রাস, সহিংসতা, হত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে 'নির্বাচন বানচালের অপপ্রয়াস প্রত্যাখ্যান করে' জনগণ স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে মন্তব্য করে সরকার, দল ও জনগণের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।
তৃতীয়বারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হতে চলা শেখ হাসিনা বলেন, 'আমি স্পষ্ট করে ঘোষণা করছি, আমার নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে যে কোনো মূল্যে দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করা।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন