মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

কুরআনের আলোকে সময়ের সাফ কথা....নারী পুরুষ সম্পর্কে শফীর চাতুরালী সাফাই



কুরআনের আলোকে সময়ের সাফ কথা....
নারী পুরুষ সম্পর্কে শফীর চাতুরালী সাফাই

- আল্লামা মোহাম্মদ সাদেক নূরী

বিগত ২০ জুলাই বাংলাদেশ প্রতিদিন সংখ্যায় জনাব আহমদ শফীর বহুল সমালোচিত নারী-পুরুষ সম্পর্কিত তথ্যের একটি সাফাই প্রকাশিত হয়েছে; সাফাইটি প্রবঞ্চনাকর এবং চাতুরালী। হেফাজত নেতা আহমদ শফী তাতে কুরআনের বদলে যে আমেরিকায় ‘নিউড্‌ পার্কে' শত সহস্র নর-নারীর বিবস্ত্র বিচরণ বৈধ, সে দেশের বেনামা বরাত দিয়ে প্রথমে তিনি তার সমালোচিত উক্তিটি বিজ্ঞানসম্মত বলে দাবি করেন; অপরদিকে, ‘যে ভিডিওচিত্রের কথা বলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে তা আমার কিনা বুঝতে পারছি না, বলে তিনি প্রবঞ্চনামূলক চাতুরালীর আশ্রয় গ্রহণ করেন। তাওহিদি জনতা তথা দেশবাসি কথিত কোন ইসলামী নেতার অনুরূপ চাতুরালী, কুরআনের ভাষায় মুনাফেকি মানসিকতা বা বক্তব্য মেনে নিতে ও বরদাশ্‌ত করতে মোটেই রাজি নন। তিনি নিজেই নিজেকে সাধারণ মানুষের কাছে হাস্যস্পদ করে তুলছেন।  তার এরূপ চাতুরালী সাফাইতে সচেতন দেশবাসি চরমভাবে ক্ষুব্ধ। আমেরিকায় কে কবে কি বলেছে, তা তার মনে আছে, আর নিজের কণ্ঠ তিনি বুঝতে পারেন না, এটাও জনগণের বিশ্বাস করতে হবে!
হায়রে, ইসলামজীবীদের তথাকথিত শিক্ষা, চরিত্রদশা আর মানসিকতা! অপরদিকে মেয়েদের শিক্ষা এবং বাইরে না যাওয়া তথা ঘরের মধ্যেই থাকা সংক্রান্ত তার বক্তব্যের ব্যাপারে উক্ত সাক্ষাৎকারে তার নিরবতা, বক্তব্যটির প্রতি তার সম্মতি ও স্বীকারোক্তি প্রমাণ করে, যা কুরআনের এ বিষয়ক নীতি-নির্দেশনাদির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং মনগড়া ও পরিত্যাজ্য। নিজের, সমাজের, দেশ ও জাতির স্বার্থ, উন্নয়ন ও উন্নতির প্রয়োজনে এ সম্প্রদায়ের ধর্মজ্ঞানহীনদের শোধন করার এখনই সময়; স্মরণীয় যে, ‘সময় গেলে সাধন হবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন