মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার লড়াই অব্যাহত


সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার লড়াই অব্যাহত

 

ইমরান ॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে দামেস্কের লড়াই অব্যাহত থাকবে । অবশ্য সন্ত্রাসবাদের মতো সংকটের রাজনৈতিক সমাধান চান বলেও একই সঙ্গে জানান তিনি।

তিউনিশিয়ার একদল প্রতিনিধিকে এ সব কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক এবং বিশ্ব জুড়ে যারা সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে তাদের মোকাবেলায় সিরিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া, সন্ত্রাসবাদের মতো সংকটের রাজনৈতিক সমাধান চান বলেও জানান তিনি।

সিরিয়ার সেনাবাহিনী দেশটির কৌশলগত শহর কুসাইরে বিজয় লাভের পরই এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়ার সেনাবাহিনী ও লড়াইরত বিদ্রোহী উভয় পক্ষই এর আগে বলেছে, কুসাইর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরে যাবে।

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশ গুরুত্বপূর্ণ এ শহরটির অবস্থান। শহরটিতে গত কয়েকদিন ধরে সিরিয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। এ সংঘর্ষেই আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর আন-নুসরা ফ্রন্টের শীর্ষ স্থানীয় কমান্ডার আবু ওমর নিহত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন