মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

সময়ের সাফ কথা....একজন কুরআনিক মুসলিম ব্যক্তিত্ব



সময়ের সাফ কথা....
একজন কুরআনিক মুসলিম ব্যক্তিত্ব

- দিগন্ত

·        মুসলিম সত্য বলবে, সত্যের উপর প্রতিষ্ঠিত হতে সচেষ্ট থাকবে।
·        মুসলিম কখনো প্রতারণার আশ্রয় নেবে না। সে হবে সকলের বিশ্বস্ত ও আস্থাভাজন। সে মানুষকে বিশ্বাস করবে এবং মানুষ তাকে বিশ্বাস করবে।
·        মুসলিম কারো অনুপস্থিতিতে নিন্দা করবে না।
·        সত্য ও ন্যায়ের পক্ষে সে দৃঢ়তার পরিচয় দেবে। নির্ভয়ে ও দ্বিধাহীনভাবে সে সত্য প্রকাশ করবে।
·        নিজ স্বার্থবিরোধী হলেও সে ন্যায়ের প্রতি নিষ্ঠাবান থাকবে।
·        সে কখনো অন্যের অধিকারে হস্তক্ষেপ করবে না।
·        সে আত্মসম্মান রক্ষা করবে। কেউ তার প্রতি অন্যায় করুক তা সে বরদাস্ত করবে না।
·        মুসলিম সিদ্ধান্তে থাকবে অবিচল কিন্তু সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তাভাবনা করবে এবং পরামর্শ গ্রহণ করবে।
·        সে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবে।
·        মুসলিম হবে ভদ্র, বিনয়ী ও দয়ালু। জনকল্যাণমূলক কাজ নিজে করবে এবং অন্যকেও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে। অকল্যাণমূলক কর্ম থেকে সে নিজে বিরত থাকবে এবং অন্যকে বিরত থাকতে সহযোগিতা করবে।
·        একজন মুসলিম তার দৃষ্টিকে সংযত রাখবে এবং আত্মিক উন্নতির দিকে অগ্রসর হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন