বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

সব দল এলেও জয়ের সম্ভাবনা ছিল আওয়ামী লীগেরই -

সব দল এলেও জয়ের সম্ভাবনা 
ছিল আওয়ামী লীগেরই -

সংলাপ ॥ সব দল নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগেরই জয়ী হওয়ার সম্ভাবনা ছিল বলে একটি মার্কিন সংস্থার জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থায়নে মার্কিন নীতি-প্রচারক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পুরো বাংলাদেশে জরিপটি চালায়। বহুস্তর ভিত্তিতে দ্বৈবচয়ন পদ্ধতিতে জরিপটি চালানো হয়। জরিপের ফলাফলে দেখা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগ ৪২.৭ শতাংশ ভোট পেত। ইউএসএআইডি ও ইউকেএআইডির অর্থায়নে পরিচালিত 'নির্বাচনোত্তর পরিবেশ' দেশব্যাপী জরিপ ২০১৪-এর ফলাফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে গত রোববার।
জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়ঃ '৫ জানুয়ারির নির্বাচন যদি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হতো, তাহলে কোন রাজনৈতিক দলকে আপনি ভোট দিতেন?' মোট উত্তরদাতার ৪২.৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিত বলে জানান। বিএনপিকে ভোট দিতেন ৩৫ শতাংশ। সিদ্ধান্ত গোপন রাখতে চান ১০.৩ শতাংশ। জাতীয় পার্টির পক্ষে ৩.৬ শতাংশ।
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার সুযোগ থাকলে ১.৬ শতাংশ উত্তরদাতা সে সুযোগ নিতেন। ভোটার উপস্থিতি ৪০.৭ শতাংশ।
সারাদেশের অংশগ্রহণকারীদের ২৩ শতাংশ ভোট দিতে গেছেন বলে জানান। ব্যালটে নির্বাচন হয়েছে শুধু এমন এলাকার ভোটারদের ৪০.৭ শতাংশ ভোটকেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন। ভোট দিতে কেন যাননি এই প্রশ্নের উত্তরে ১৫ শতাংশ উত্তরদাতা ভোটার সাবেক বিরোধী জোটের 'বয়কট' সমর্থনের কথা জানিয়েছেন, ১৫ শতাংশ পছন্দের প্রার্থী না থাকার কথা বলেছেন, ১২ শতাংশ নিরাপত্তাহীনতার কথা বলেছেন। 'প্রহসনের নির্বাচন' তাই ভোট দিতে যাইনি, এমনটা বলেছেন ২.৭ শতাংশ উত্তরদাতা।
ভোট দেয়ার একটি প্রধান কারণ বলতে বলা হলে ৩৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা, ৩৫ শতাংশ বলছেন সুনাগরিকের দায়িত্ববোধের কথা, ১৯ শতাংশ বলেছেন পছন্দের দল বা প্রার্থীকে সমর্থনের কথা। ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের ভোট দিতে বাধ্য করা হয়েছে।

প্রধান সমস্যা

বাংলাদেশের প্রধান তিনটি সমস্যা কী? এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক অস্থিরতা (৭২ শতাংশ উত্তরদাতার মতে), দুর্নীতি (৪৩ শতাংশ) এবং অনুন্নত রাস্তাঘাটের (৩২ শতাংশ) কথা বেশি বলেছেন উত্তরদাতা। ৫ জানুয়ারির নির্বাচনকে তিনটি প্রধান সমস্যার অন্তত একটি বলে মনে করেন ৯ শতাংশ অংশগ্রহণকারী। ১০ শতাংশর বেশি মানুষ সংলাপ না হওয়াকে প্রধান সমস্যাত্রয়ীর একটি বলে মনে করেন না।

আশা-নিরাশার সমীকরণ

বাংলাদেশের 'বিষয়াদি' কোন দিকে অগ্রসর হচ্ছে, ঠিক নাকি ভুল পথে এমন প্রশ্নের জবাবে জানুয়ারির ১৪ তারিখের জরিপ অনুযায়ী ২৯ শতাংশ উত্তরদাতা বলেছেন ঠিক দিকে, ৬৯ শতাংশ উত্তরদাতা বলেছেন ভুল দিকে এবং ২ শতাংশ উত্তরদাতা নিশ্চিত নন। তবে দেশের গন্তব্য বিষয়ে মনোভাবে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকরা সাদা-কালোয় ভাগ হয়ে নেই। আওয়ামী লীগ সমর্থকদের ৫৩ শতাংশ মনে করেছেন দেশ সঠিক দিকে এগোচ্ছে। বিএনপি সমর্থকদের মধ্যে এরকম মনে করার হার ৯ শতাংশ। দেশের চলমান বিষয়াদি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী দেখা গেছে বরিশাল বিভাগের অংশগ্রহণকারীদের (৪৫ শতাংশ)। সবচেয়ে কম আশাবাদী রাজশাহী বিভাগ থেকে অংশ নিয়েছেন যারা (১৮ শতাংশ)। 

আশাবাদী উত্তরদাতারা শিক্ষা খাতের উন্নয়নকে সবচেয়ে বেশি তাদের স্বস্থির কারণ হিসেবে উল্লেখ করেন। ১০ শতাংশ জবাব প্রদানকারী যুদ্ধাপরাধীদের বিচারকে তাদের অন্যতম আশার কারণ মনে করছেন। যারা বলেছেন, দেশের পরিস্থিতি বিবেচনায় দুর্গতি দেখছেন, তারা কারণ হিসেবে রাজনৈতিক সংঘাতকেই এগিয়ে রেখেছেন (৮৯ শতাংশ)। শতকরা ৪ জন যুদ্ধাপরাধীদের বিচারকেও একটি কারণ মনে করছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন