বুধবার, ২৪ জুন, ২০১৫

এশিয়া হতে পারে বিশ্ব অর্থনীতির বাতিঘর

এশিয়া হতে পারে বিশ্ব অর্থনীতির বাতিঘর

সংলাপ ॥ ইউরোপসহ উন্নত বিশ্বের আর্থিক সংকটের অন্ধকার কাটাতে আলো দেখাতে পারে এশিয়াই। হয়ে উঠতে পারে দিক হারানো বিশ্ব অর্থনীতির বাতিঘর।
টাকার দাম দ্রুত পড়তে থাকা কিংবা আর্থিক বৃদ্ধির হার থমকে যাওয়ার মতো সমস্যাগুলো মিটিয়ে অদূর ভবিষ্যতেই ছন্দে ফিরবে উপমহাদেশীয় অর্থনীতি। বিশ্ব অর্থনীতিকে ফের চাঙা করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষমতা রয়েছে এশিয়ার। আশা করা যায়, ভবিষ্যতে এশিয়াই চালকের আসনে থাকবে। এক দিকে ইউরোপীয় দেশগুলোতে ক্রমে জোরালো হওয়া আর্থিক সংকট, অন্য দিকে বিশ্ববাজারে তেলের চড়া দাম - এই দুয়ের যাঁতাকলে নাভিশ্বাস বিশ্ব অর্থনীতির। এ পরিস্থিতিতে উন্নত বিশ্বকে ‘উদ্ধারের’ প্রশ্নে এশিয়ার দেশগুলোকে আরও নিয়ন্ত্রক শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে। সাম্প্রতিক অতীতে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমা বিশ্ব অর্থনীতি যখন প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তখন বাতিঘরের ভূমিকায় থাকতে পেরেছে এশিয়া। এখনও তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজকের বিশ্বায়িত অর্থনীতির দুনিয়ায় একা ঘুরে দাঁড়ানো যে কোন দেশের পক্ষেই সম্ভব নয়, ইউরোপের আর্থিক সংকট মিটলে আখেরে লাভবান হবে উন্নয়নশীল দুনিয়াও।

বিশ্ব অর্থনীতির লেখচিত্রকে ঊর্ধ্বগামী ও সুস্থির করা যায় তা ভেবে দেখার সময় আসছে এশিয়ার সকল রাষ্ট্রপ্রধানের জন্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন